অত্র ৪নং মতিগঞ্জ ইউনিয়নে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড বিতরন করা হয়েছে। সোমবার সকালে মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে এই কার্ড বিতরন করা হয়।
মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রবিউজ্জামান বাবুর সভাপতিত্বে কার্ড বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম। বিশেষ অতিথি ছিলেন, সমাজ সেবা কর্মকর্তা নাছির উদ্দিন, মতিগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহফুজুর রহমান, মুক্তিযোদ্বা কমান্ডার আব্দুল কাইয়ুম।
এসময় আরো উপস্থিত ছিলেন, মতিগঞ্জ ইউপি সচিব সুবল চন্দ্র চন্দ, ইউপি সদস্য অজয় কুমার শীল ভুট্টু, আব্দুল মোতালেব, কামরুল ইসলাম, আবু সুফিয়ান, নুরুজ্জামান, শাহ আলম, এস এম ফেরদাউস রাসেল, মহিলা ইউপি সদস্য জাহানারা বেগম, সেলিনা আক্তার, জোৎস্না আক্তার, মতিগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক ইকরামুল হক সোহেল প্রমুখ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস